নগর প্রতিবেদক ।।
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে আগামী ৬ অক্টোবর সোমবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করার উদ্যোগ নিয়েছে নোয়াখালী জেলা সমিতি কর্তৃক গঠিত নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি।
নোয়াখালী জেলা সমিতি কর্তৃক গঠিত নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক সচিব ও নোয়াখালী জেলা সমিতি ঢাকার নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি কে এম মোজাম্মেল হক এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেন।
এছাড়াও আগামী ১১ অক্টোবর শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি। কে এম মোজাম্মেল হক জানান ১১ অক্টোবর শনিবার মানববন্ধন শেষে নোয়াখালী জেলা সমিতির নেতৃত্বে বৃহত্তর নোয়াখালীর বিভাগ আন্দোলনের ক্রীয়াশীল সকল সামাজিক শক্তিকে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি পেশ করা হবে।
স্মারকলিপিতে কুমিল্লা বিভাগে নয় নোয়াখালীকে আলাদা বিভাগ করার যুক্তিকতা তুলে ধরা হবে এবং নোয়াখালী বিভাগ হলে রাষ্ট্র ও নোয়াখালীবাসীর উন্নয়ন ও অগ্রগতির সম্ভাবনাসমুহ তুলে ধরা হবে।
নোয়াখালী জেলা সমিতি ঢাকার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদত্ত আহ্বানটি হুবহু তুলে ধরা হলো:
আসসালামু আলাইকুম।
প্রিয় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরবাসী, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে
১. আগামী ৬ অক্টোবর, রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে।
২. আগামী ১১ই অক্টোবর, রোজ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি পেশ করা হবে।
উক্ত দুটি কার্যক্রমকে সফল করার জন্য আপনাদের স্ব স্ব সংগঠন এবং স্ব স্ব অবস্থান থেকে প্রচারণার মাধ্যমে, সেই সাথে উপস্থিত থেকে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের কর্মসূচিকে সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
ধন্যবাদান্তে-
কে এম মোজাম্মেল হক (সাবেক সচিব)
আহবায়ক, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি।
সিনিয়র সহ-সভাপতি নোয়াখালী জেলা সমিতি, ঢাকা।
আয়োজনে-নোয়াখালী জেলা সমিতি, ঢাকা।
