১ আগষ্ট থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি বাতিল

ed.jpg

মেইল নিউজ ডেস্ক ।।

আগামী ১ আগষ্ট ২০২৫ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনার আলোকে দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে সপ্তাহে ছয় দিন চালু থাকবে শিক্ষা কার্যক্রম।

পাঠদান কার্যক্রমের গতি বাড়ানো এবং শিক্ষার্থীদের শিক্ষাক্ষয় রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ১ আগস্ট থেকে কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী শ্রেণিকক্ষে পাঠদান, মূল্যায়ন ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করেন।

সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। তবে অনেকেই মনে করছেন, শিক্ষার মান উন্নয়নে এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top