নিজস্ব প্রতিবেদক ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে, আগামী ১০ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিরুদ্ধে আবেদন করা যাবে। এ সংক্রান্ত খসড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইডে প্রকাশ করা হয়েছে।
গতকাল ৩০ জুলাই বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ৩৯ সংসদীয় আসন পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত করা হয়েছে। সংক্ষুব্ধরা ১০ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।
পরিবর্তন আসছে যে ৩৯ আসনের সীমানায়
পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩ আসন।