সীমানা পুনর্নির্ধারণ হলো যে ৩৯ সংসদীয় আসনের

EC-BHaban.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে, আগামী ১০ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিরুদ্ধে আবেদন করা যাবে। এ সংক্রান্ত খসড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইডে প্রকাশ করা হয়েছে।

গতকাল ৩০ জুলাই বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ৩৯ সংসদীয় আসন পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত করা হয়েছে। সংক্ষুব্ধরা ১০ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।

পরিবর্তন আসছে যে ৩৯ আসনের সীমানায়
পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩ আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top