সারাদেশে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৫৪

DMP-L.jpg

অনলাইন ডেস্ক ।।

রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে এক হাজার ৭৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১১২৮ জন এবং অন্যান্য অপরাধে আরও ৬২৬ জনকে গ্রেপ্তার করা হয়। ২৩ জুলাই বুধবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১১২৮ জন এবং অন্যান্য অপরাধে আরও ৬২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় অস্ত্র ও গুলির উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে; একনলা বন্দুক চারটি, দেশীয় একনলা শটগান চারটি, এসবিবিএল একনলা বন্দুক ১টি, দেশীয় পাইপগান ১টি, ম্যাগাজিন ২টি, ১৩ রাউন্ড কার্তুজ, ২০ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪ রাউন্ড রাইফেলের গুলি।

অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহৃত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতরের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top