লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট : ওমর সানী

omar-sani.jpg

বিনোদন ডেস্ক ।।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের পাইলটসহ ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। এখনো হাসপাতালগুলোতে চলছে শোক ও আর্তনাদ।

একদিকে মাইলস্টোনের ঘটনা দিনকে দিনকে যেমন আরো জটিল হয়ে ওঠছে, অন্যদিকে দাবি উঠেছে, লাশের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করছে না সরকার।

যা ঘিরে তোলপাড় শুরু হয় রাজধানীতে। ছাত্রদের সঙ্গে সংঘর্ষও হয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা সাংস্কৃতিক অঙ্গন, মাইলস্টোনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশের দাবি জানাতে দেখা গেছে সবাইকে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখাই যেন দায় হয়ে পড়েছে! টাইমলাইন জুড়ে লাশ আর পোড়া স্কুলের বীভৎস সব ছবি ভিডিওতে ভরে ওঠেছে।

অতি উৎসাহী ইউটিউবার, টিকটকার, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকের কনটেন্ট খোঁজার ব্যস্ততায় হাসপাতালগুলোতে স্বাভাবিক চিকিৎসাও ব্যাহত হচ্ছে। যা নিয়ে চিন্তিত সাধারণ মানুষজনও।

এ বিষয়ে এবার ফেসবুকে পোস্ট করলেন চিত্রনায়ক ওমর সানীও। গতকাল ২৩ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে এ অভিনেতা লেখেন, ‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top