ছবি: সংগৃহীত।
অনলাইন ডেস্ক ।।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সর্বশেষ জানায়, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ২১ জুলাই সোমবার রাত দেড়টার দিকে আইএসপিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রাত ৮টায় আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ১৭১ জন আহত হয়েছেন এবং তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
২১ সোমবার দিবাগত রাত পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর মৃত্যু হয়।নিহত শিক্ষার্থীরা হলেন, এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও সায়ান ইউসুফ (১৪)। বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় আজ ২২ জুলাই মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, সুইজারল্যান্ড ও সুইডেনসহ একাধিক দেশ ও আন্তর্জাতিক মিশন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া বার্তায় বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। মৃতদের অনেকেই তরুণ শিক্ষার্থী—যা হৃদয়বিদারক। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করছি এবং সম্ভাব্য সব রকম সহায়তা দিতে প্রস্তুত।”