নিজস্ব প্রতিবেদক ।।
কথায় বলে যার নাই কোন গুণ তার নাম বেগুন। তবে বেগুনের গুণ না থাকলেও ঊর্ধ্বমুখী সবজি বাজারের রাজা এখন এই সবজি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এদিকে গত চার মাসের ব্যবধানে সবজির দাম কমেনি একটুও। স্বস্তি ফেরেনি মাছ-মাংসের দামেও । এতে বিপাকে মধ্য ও নিম্নবিত্তরা।
শুক্রবার-শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০টাকা, শিম ২০০/২২০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি কেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, লাউ প্রতি পিস ৭০/৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) প্রতি পিস ৬০ টাকা, গাজর প্রতি পিস ১৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০/৫০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে দামের তেমন পরিবর্তন নেই। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং পাকিস্তানি সোনালি কক মুরগি ৩০০–৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে পাঙ্গাস ১৮০–২০০ টাকা, রুই ও কাতল ৪০০–৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০–২৮০ টাকা, ট্যাংরা ৪০০–৫৬০ টাকা এবং পাবদা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে; ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, মেরাদিয়া, রামপুরা বাজারে বাজার গুরে সবজি এমন উদ্ধগতির বাজার দেখা গেছে। এ যেন এক মগের মুল্লকে বসবাস। যেন দেশে কোন সংস্থার নিয়ন্ত্রণ নেই। বনশ্রীর মেরাদিয়া বাজারে খুব ভোরে মর্নিং ওয়ার্ক শেষে বাজার করতে এসেছেন ঠিকাদার ব্যবসায়ী শাহীন চৌধুরী। তিনি বলেন, প্রতিটি সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে, আবার কিছু কিছু সবজি তার চেয়েও বেশি দাম। বিগত চার মাস ধরে অতিরিক্ত বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। এত বেশি দামে সবজি কিনতে আমাদেরই কষ্ট হচ্ছে, সাধারণ জনগণতো কিনতেই পারছে না। আগে যেখানে এক কেজি সবজি কিনতাম এখন অতিরিক্ত বেশি দাম হওয়ার কারণে আধা কেজি সবজি কিনছি। সাধারণ ক্রেতাদের আমার মত একই অবস্থা।
সবজির দাম বৃদ্ধি বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা মোহন আলী বলেন, টানা কয়েকদিন ধরে বৃষ্টির কারণে খেত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে আরো কিছুটা দাম বেড়েছে সবজির। এছাড়া বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ায় সেই সবজিগুলোর দাম বাড়তে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই নতুন সবজি উঠতে শুরু করবে, তখন থেকে সবজির দাম কমে যাবে। বর্তমানে বাজারে চাহিদার তুলনায় সবজি সরবরাহ কম, যে কারণে সব ধরনের সবজির দামই বাড়তি যাচ্ছে।
