নোয়াখালী মেইল ডেস্ক ।।
গতকাল ২৫ অক্টোবর ২০২৫ শনিবার নোয়াখালী জেলা সমিতি, ঢাকার নব-নির্বাচিত কমিটির (২০২৫-২০২৭) প্রথম কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এই সভার মধ্যদিয়ে নব-নির্বাচিত কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।
সমিতির নবনির্বাচিত সভাপতি এম এ খান বেলাল-এর সভাপতিত্বে কার্যকরি কমিটির সভা সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল মাবুদ দুলাল। সঞ্চলনার সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স।
এসময় ৩১ নির্বাচিত কর্মকর্তার বেশির ভাগই উপস্থিত ছিলেন। কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। কোরআন তেলোয়াত করেন সমিতি ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মজনু।
সভার শুরুতে সাধারণ সম্পাদক আবদুল মাবুদ দুলাল বিগত আহ্বায়ক কমিটির সময়ের সমিতি অফিসের ইউটিলিটি বিল ও অফিস স্টাফদের বেতনসহ লক্ষাধিক টাকার দেনার হিসাব তুলেধরে এসব দায়দেনা পরিশোধে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা যার যার সমর্থানুয়ায়ী অনুদানের অর্থ দিয়ে দায়দেনা থেকে সমিতিকে মুক্ত করে।
মুলত নোয়াখালী জেলা সমিতি, ঢাকা বাংলাদেশ সময়ে যারাই দখলে রেখেছেন সবাই সমিতিকে ব্যবহার করেছেন নিজেদের প্রয়োজনে। কিন্তু সমিতি কোন উন্নয়ন কেউ করেননি। বিগত দখলদার কমিটি ১০ হাজার টাকা করে ১৮১৫ আজীবন সদস্য করেছে। ১৮১৫ জনের ১ কোটি ৮০ লক্ষ ৫০ হাজার টাকার স্বচ্ছ কোন হিসাব নাই।
যতদূর জানা গেছে সমিতি অফিস ক্রয়ে এক কোটি প্লাস টাকা খরচ হয়েছে। অবশিষ্ট ৭০/৮০ লক্ষ টাকার স্বচ্ছ কোন হিসাব নেই। নব-নির্বাচিত সাধারণ সম্পাদকের ভাষ্যমতে ব্যাংক একাউন্টও খালি।
এরপর সর্বশেষ দেড় বছর একটি আহ্বায়ক কমিটি সমিতি চালালেও তারাও সমিতি অফিসের লক্ষাধিক টাকার ইউটিলিটি বিল ও স্টাফ বেতন পরিশোধ করেননি। ফলে নবনির্বাচিত কমিটিকে দায় শোধের উদ্যোগ নিতে হয়েছে। এর সাথে আগামীদিনে অফিস কিভাবে চলবে তার জন্য নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের সর্বোচ্চ ১০ হাজার এবং সর্বনিন্ম ২ হাজার টাকা মাসিক অনুদান ধরা হয়েছে।
কার্যকরি কমিটির প্রথম সভায় সমিতি আগামীদিনের জন্য নতুন কিছু কর্মসূচী হাতে নেয়ার বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার নবনির্বাচিত কমিটির অভিষেক করার বিষয়ে আলোচনা হয়েছে। নতুন সদস্য সংগ্রহের বিষয়ে আলোচনা হয়েছে। গত আহ্বায়ক কমিটি কর্তৃক সংশোধিত গঠনতন্ত্রের ধারা ৬-এর খ উপধারা মতে ১৫ হাজার টাকা করে নতুন সদস্য ভর্তি করা হবে। এই সুযোগ থাকবে ১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে দ্বি-বার্ষিক প্লান ক্যালেন্ডার এবং নতুন করে সদস্য ডিরেক্টরী প্রকাশ করা হবে। সমিতির কার্যনির্বাহী কমিটির সভা প্রতি মাসের ১ম শানিবার অনুষ্ঠিত হবে এমন সিদ্ধান্ত হয়।
এছাড়াও সমিতির আইসিটি সম্পাদক ইনামুল কবির ইমনকে সমিতির ওয়েব সাইট, ফেইসবুক ও হোয়ার্টস আপ গ্রুপ করা, শিক্ষা সম্পাদক মোহাম্মদ আলীকে কৃতি ছাত্রছাত্রীদের সম্মামনা প্রদানের উদ্যোগের পরিকল্পনা করা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মকছুদের রহমান মানিক কে অভিষেক ম্যাগাজিন ও ডিরেকটরি প্রকাশের পরিকল্পনার জন্য বলা হয়, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স কে নোয়াখালীর ৯ উপজেলার সাংস্কৃতিক গোষ্টিকে নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনার করার জন্য বলা হয়।
সর্বশেষে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির চৌধুর কে নোয়াখালীর ৯ উপজেলার ক্রীড়া সংগঠনের সাথে কথা বলে ফুটবল প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
