মাদানী হসপিটালে আইসিইউ ও ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন

madani-hos.jpg

নগর প্রতিবেদক ।।

দেশের আধুনিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন এক দিগন্ত উন্মোচন করল মাদানী হসপিটাল। ১০ আগস্ট রবিবার সন্ধ্যায় হসপিটালের ৬ষ্ঠ তলায় অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU) এবং অত্যাধুনিক ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন মাদানী হসপিটালের চেয়ারম্যান মুহাম্মদ মাঈন উদ্দীন। এসময় মুহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “আমরা মাদানী হসপিটালকে একটি আধুনিক, নৈতিক ও মানসম্মত স্বাস্থ্যসেবার আদর্শ প্রতিষ্ঠানে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। তিনি কুরআন ও সুন্নাহর আলোকে স্বাস্থ্যসেবার গুরুত্ব, রোগীর প্রতি সদাচরণ এবং সেবার বিনিময়ে দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জনের পথ নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত ইসলামী ওয়ায়েজিন মাওলানা ওয়ালি উল্লাহ আশেকী। তিনি বলেন, “মানুষের জীবন রক্ষা করা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় সওয়াবের কাজ। মাদানী হাসপাতাল যদি রোগীর সেবাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করে, তবে এর প্রতিটি ধাপ আল্লাহর রহমতের কারণ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীদের স্বজনরা।

আইসিইউ ইউনিটে রয়েছে আধুনিক মনিটরিং সিস্টেম, ভেন্টিলেশন সাপোর্ট এবং ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান। ডায়ালাইসিস ইউনিটে রয়েছে আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি ও প্রশিক্ষিত মেডিকেল টিম, যা কিডনি রোগীদের জন্য দীর্ঘমেয়াদে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পূর্বে হসপিটালের সেবারমান ও গুনগত আধুনিক চিকিৎসা সেবার লক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। হাসপাতালের ভবিষ্যৎ সেবা কার্যক্রমের সফলতা এবং দেশবাসীর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top