নোয়াখালী মেইল ডেস্ক ।।
বর্তমানে সারা দেশে চলছে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে, ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যায়। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে। শরীরে ভয়াবহ রকমের দূর্বলতা থাকে।
প্রেসারও লো হয়ে। ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগুও না, চিকনগুনিয়াও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজডও হওয়া লাগতে পারে।
আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না। সকলেই সাবধানে থাকুন। শরীরের ইমিউনিটি বাড়ান, সকালে তুলসী, আদা, লবঙ্গ, দারুচীনি ছেচে (পারলে এক চামচ মধু দিয়ে) রং চা পান করুন, ভাল ফল পাবেন।
