নোয়াখালী জেলা সমিতি ঢাকার কার্যকরী কমিটির নির্বাচন ২০২৫ সম্পন্ন, নির্বাচনে বেলাল-দুলাল পরিষদের ১৭ জন এবং ফখরুল-সালাহউদ্দিন পরিষদের ১৪ জন নির্বাচিত

nk-logo2.jpg

বিশেষ প্রতিবেদক ।।

শতবর্ষী নোয়াখালী জেলা সমিতি ঢাকার কার্যকরী কমিটির প্রথম নির্বাচন গত ১৩ সেপ্টেম্বর শনিবার ঢাকার টিএন্ডটি কলেজে সকাল ১০.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত বিরোতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৩১ পদের জন্য দুইটি প্যানেলে ৬২ জন ও সতন্ত্র ৩ জনসহ মোট ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচনে একটি প্যানেলের নেতৃত্ব দেন এম এ খান বেলাল এবং অন্য প্যানেলের নেতৃত্ব দেন জনাব ফখরুল ইসলাম। এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজিত হয়েছেন তারা সকলেই ইতিহাসের অংশ হয়ে গেছেন। এছাড়াও যারা ভোট প্রদান করেছেন তারাও ইতিহাসের অংশ হয়েছেন।

নির্বাচনে বেলাল দুলাল পরিষদ থেকে ১৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। আর ফখরুল-সালাহ উদ্দিন পরিষদের ১৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

যারা নির্বাচিত হয়েছেন,
=================
০১। সভাপতি: এম এ খান বেলাল, তার প্রাপ্ত ভোট ৫৭৬, (বেলাল-দুলাল পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জনাব ফখরুল ইসলাম, তার প্রাপ্ত ভোট ৪৯৩।
০২। সিনিয়র সহ-সভাপতি: কে এম মোজাম্মেল হক, তার প্রাপ্ত ভোট ৬২৮, (বেলাল-দুলাল পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আহম্মদ উল্যাহ, তার প্রাপ্ত ভোট ৪২৪।
০৩। সহ-সভাপতি (১ম) : মোঃ মাহফুজুর রহমান (কিরণ) তার প্রাপ্ত ভোট ৫৮৮, (বেলাল-দুলাল পরিষদ)।
০৪। সহ-সভাপতি (২য়) :মোঃ শাহজাহান (ভিপি সাত্তার), তার প্রাপ্ত ভোট ৫৬৪,(বেলাল-দুলাল পরিষদ)।
০৫। সহ সভাপতি (৩য়) : মহিউদ্দিন মানিক, তার প্রাপ্ত ভোট ৫০১, (বেলাল-দুলাল পরিষদ)।
০৬। সহ সভাপতি (৪র্থ) : এ কে এম আইয়ুব উল্যা, তার প্রাপ্ত ভোট ৪৭৭। (ফখরুল -সালাহউদ্দিন পরিষদ)।
০৭। সাধারণ সম্পাদক : মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল, তার প্রাপ্ত ভোট ৬০৯, (বেলাল-দুলাল পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সালাহ উদ্দিন তার প্রাপ্ত ভোট ৪৪১।
০৮। যুগ্ন-সাধারণ সম্পাদক (১ম) : মোঃ সেলিম চৌধুরী, তার প্রাপ্ত ভোট ৫৪৩, (বেলাল-দুলাল পরিষদ)।
০৯। যুগ্ন-সাধারণ সম্পাদক (২য়) : মোঃ হুমায়ুন কবির। তার প্রাপ্ত ভোট ৫৪০। (বেলাল-দুলাল পরিষদ)।
১০। যুগ্ন-সাধারণ সম্পাদক (৩য়) : এ.বি এম জিয়াউল কবির সুমন, তার প্রাপ্ত ভোট ৫০৫, (ফখরুল-সালাহউদ্দিন পরিষদ)।
১১। সাংগঠনিক সম্পাদক : মঞ্জুর কাদের চৌধুরী, তার প্রাপ্ত ভোট ৫৭২, (ফখরুল-সালাউদ্দিন পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমাম হোসেন টিপু।, তার প্রাপ্ত ভোট ৪৫৮।
১২। কোষাধ্যক্ষ : জাফর আহমদ, তার প্রাপ্ত ভোট ৫৪৯, (বেলাল-দুলাল পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহীদ সওদাগর, তার প্রাপ্ত ভোট ৪৮৪। (ফখরুল-সালাহউদ্দিন পরিষদ)।
১৩। সমাজ কল্যাণ সম্পাদক : মোঃ গোলাম হোসেন মানিক, তার প্রাপ্ত ভোট ৫৪৫, (বেলাল-দুলাল পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ইসমাইল হোসেন, তার প্রাপ্ত ভোট ৪৬১।
১৪। শিক্ষা সম্পাদক : মোহাম্মদ আলী, তার প্রাপ্ত ভোট ৫৩০, (ফখরুল-সালাউদ্দিন পরিষদ)। তার কিটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গির আলম সনি, তার প্রাপ্ত ভোট ৪৮৪।
১৫। দপ্তর সম্পাদক ; এডভোকেট আবুল কালাম ভূঁইয়া (আজাদ), তার প্রাপ্ত ভোট ৫৮৬, (ফখরুল-সালাহউদ্দিন পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আবুল কাশেম, তার প্রাপ্ত ভোট ৪৪১।
১৬। আইন সম্পাদক : মোঃ জালাল আহমদ দোলন (এডভোকেট), তার প্রাপ্ত ভোট ৫৬৫, (বেলাল-দুলাল পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট আসাদুজ্জমান, তার প্রাপ্ত ভোট ৪৬৮।
১৭। প্রচার সম্পাদক : মোঃ জাকির হোসেন(পারভেজ), তার প্রাপ্ত ভোট ৬৫২ (সর্বোচ্চ ভোট)।(ফখরুল-সালাউদ্দিন পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোশাররফ হোসেন, তার প্রাপ্ত ভোট ৩৭৯।
১৮। সাংস্কৃতিক সম্পাদক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, তার প্রাপ্ত ভোট ৫২৩, (বেলাল-দুলাল পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ শাহজাহান, তার প্রাপ্ত ভোট ৪৯৭।
১৯। পাঠাগার ও আইসিটি সম্পাদক : ইনামুল কবির, তার প্রাপ্ত ভোট ৫১১, (ফখরুল-সালাউদ্দিন পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আতাউর রহমান সুজন, তার প্রাপ্ত ভোট ৪৯৩।
২॥ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : মোহাম্মদ মকছুদের রহমান মানিক, তার প্রাপ্ত ভোট ৫১১, (ফখরুল-সালাউদ্দিন পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ মিনহাজুল ইসলাম ভূঁইয়া , তার প্রাপ্ত ভোট ৫০২।
২১। যুব ও ক্রীড়া সম্পাদক : এ এম মনিরুল ইসলাম (স্বপন) তার প্রাপ্ত ভোট ৫৫০, (বেলাল-দুলাল পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ জয়নাল আবেদীন, তার প্রাপ্ত ভোট ৪৬২।
২২। মহিলা বিষয়ক সম্পাদক : সৈয়দা শাহিন আরা লাইলী (এডভোকেট), তার প্রাপ্ত ভোট ৫৩৬, (বেলাল-দুলাল পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেচ আফরোজা নাজনীন আক্তার, তার প্রাপ্ত ভোট ৪৯৭।
২৩। ধর্ম বিষয়ক সম্পাদক : মোঃ মিজানুর রহমান মজনু, তার প্রাপ্ত ভোট ৫৩৪, (ফখরুল-সালাউদ্দিন পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডা. আবু ইউসুফ মোঃ নেছার উদ্দিন, তার প্রাপ্ত ভোট ৪৯২।
২৪। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক : ওমর ফারুক পাটোয়ারী, তার প্রাপ্ত ভোট ৫৭৭। (ফখরুল-সালাউদ্দিন পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জামাল উদ্দিন, তার প্রাপ্ত ভোট ৪৫০।
২৫। আপ্যায়ন সম্পাদক : মোঃ রেজাউল ইসলাম রেজু, তার প্রাপ্ত ভোট ৫৭৫, (ফখরুল-সালাউদ্দিন পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি , তৌহিদুল ইসলাম বাবু , তার প্রাপ্ত ভোট ৪৫৫।
২৬। নির্বাহী সদস্য (১ম) : আব্দুল ওয়াহেদ মুরাদ, তার প্রাপ্ত ভোট ৫৫৯, (ফখরুল-সালাউদ্দিন পরিষদ)।
২৭। নির্বাহী সদস্য (২য়) : রফিক উল্লাহ রাজু। তার প্রাপ্ত ভোট ৫৪০। (বেলাল-দুলাল পরিষদ)।
২৮। নির্বাহী সদস্য (৩য়) : ফয়েজ উল্যা মানিক, তার প্রাপ্ত ভোট ৫১২, (বেলাল-দুলাল পরিষদ)।
২৯। নির্বাহী সদস্য (৪র্থ) : মাইনুল হক চৌধুরী, তার প্রপ্তি ভোট ৪৭৯, (বেলাল-দুলাল পরিষদ)।
৩০। নির্বাহী সদস্য (৫ম) : আবদুস সোবাহান সুমন, তার প্রাপ্ত ভোট ৪৪৯,(ফখরুল-সালাউদ্দিন পরিষদ)।
৩১। নির্বাহী সদস্য (৬ষ্ট) : সৈয়দ আক্তার হোসাইন স্বপন, তার প্রাপ্ত ভোট ৪২২, (ফখরুল-সালাউদ্দিন পরিষদ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top