নির্বাচন আয়োজনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান, জুলাই সনদ, সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড চায় এনসিপি

ncp-log02o.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

জুলাই সনদ ঘোষণাপত্র পরিপূর্ণতা পায়নি বলে অভিযোগ করেছে এনসিপি। গতকাল ৬ আগস্ট রাজধানীর বাংলামটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই শহীদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে না পারা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড ও নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলন, সাতচল্লিশ না থাকায় ঘোষণাপত্র অসম্পূর্ণ। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান লেখার দাবিকেও পাশ কাটানো হয়েছে।

আখতার হোসেন বলেন, জুলাইয়ের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষার প্রতিশ্রুতি ইতিবাচক। ২৫ ও ২৭ নম্বর দফায় নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানে তপশিলে ঘোষণাপত্রকে যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার বিষয়ে এনসিপি সদস্য সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়ে ঐকমত্য হয়েছে। কিন্তু বাস্তবায়নের পথ কী হবে, এ আলোচনা হয়নি। এসব সংস্কার অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কার্যকর করে, এর ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনে এনসিপির আপত্তি নেই। তবে নির্বাচন আয়োজনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান এবং সংস্কার বাস্তবায়ন সরকারের অবশ্য কর্তব্য। নির্বাচনের আগে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top