ত্রয়োদশ জাতীয় সংসদে বৃহত্তর নোয়াখালীর ফেনীর আসন থেকে নির্বাচনে অংশ নিবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

Khaleda-NM24.jpg

ফেনী প্রতিনিধি ।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর চার মাস বাকি। এই নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতিমধ্যেই কমবেশি ২০০ আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে। নিজ নিজ এলাকাতে আসন চূড়ান্ত হয়ে যাওয়া এসব প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে প্রস্তুতিও নিতেও দলের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া বগুড়া ৬, বগুড়া ৭ এবং ফেনী ১, এই তিনটি আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে আগামী নির্বাচনে এই তিনটি আসন থেকেই বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিগত প্রায় চার দশক ধরে বাংলাদেশের নির্বাচনে বেগম খালেদা জিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। কারণ নির্বাচনে খালেদা জিয়া কখনোই পরাজিত হননি। তাই আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত বিএনপির কিংবদন্তিতুল্য এই নেত্রী ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর; ২০২৬ এর নির্বাচনে অংশ নেবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

বগুড়া ৬, বগুড়া ৭ এবং ফেনী ১, এই তিনটি আসন থেকে আসনে যেসব নেতারা মনোনয়ন প্রত্যাশা করেছিলেন ইতোমধ্যেই তাদের জানিয়ে দেয়া হয়েছে “বেগম খালেদা জিয়ার আসন” হিসেবে পরিচিত এসব আসনে স্বয়ং খালেদা জিয়াই অংশ নেবেন। তাই যারা এসব আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যোগাযোগ করেছিলেন, তারা এখন দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে বেগম জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মনস্থির করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বেশ কয়েকটি আসন ঘিরে কিছুটা প্রশ্ন বা সংশয় ছিল বা এখনো আছে। বিগত সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে রাজপথে ছিলেন তাদের আসন নিশ্চিত হলে অন্য আসনের প্রার্থী চুড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র জানিয়ছে। তবে বিএনপি সর্বোচ্চ ৫০-৬০ আসন যুগপৎ আন্দোলন সঙ্গীদের জন্য ছাড় দিতে পারে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে শুরু করে ২০০১ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে প্রতিবারই পাঁচটি আসনে প্রার্থী হয়েছেন এবং সবগুলো আসনে তিনি জয়লাভ করেছেন। সর্বশেষ ২০০৮ সালে খালেদা জিয়া তিনটি আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করে তিনটিতেই জয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top