বিশেষ প্রতিবেদক ।।
জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে। ইতিমধ্যে খসড়াটি দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে মতামতের জন্য। খসড়া বিশ্লেষণ করে দেখা যায়, এতে মোট সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে। রাজনৈতিক দলগুলো এসব অঙ্গীকারে একমত হলে সই হতে পারে চূড়ান্ত সনদ।
জুলাই সনদের সাতটি প্রধান অঙ্গীকার:
১. হাজারো মানুষের ত্যাগ ও আন্দোলনের ভিত্তিতে প্রণীত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার অঙ্গীকার।
২. শাসনব্যবস্থা, বিচারব্যবস্থা, নির্বাচন, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে সংবিধান ও আইন সংশোধনের প্রতিশ্রুতি।
৩. সনদ গৃহীত হলে, পরবর্তী জাতীয় নির্বাচন-পরবর্তী দুই বছরের মধ্যে সংশ্লিষ্ট সব সংস্কার সম্পন্ন করার প্রতিশ্রুতি।
৪. দুই বছরের মধ্যে সনদের সুপারিশ বাস্তবায়ন নিশ্চিত করার অঙ্গীকার।
৫. বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতি।
৬. জুলাই সনদের বাস্তবায়ন ও সুরক্ষায় দলগুলো দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।
৭. ২০২৪ সালের গণ-আন্দোলনের ইতিহাসকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি।
এই খসড়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দলগুলোর মতামত ও পরবর্তী পদক্ষেপের দিকে এখন তাকিয়ে রয়েছে দেশবাসী।