আমি অনুরোধ করবো উসকানিমূলক কোনো কথা বলবেন না, অন্যদের উসকানিতেও পা দেবেন না : ফখরুল ইসলাম

Fakrull-NM247.jpg

বিশেষ প্রতিনিধি (নোয়াখালী থেকে) ।।

বিশেষ সূত্রের খবরে প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় হাই কমান্ডের সবুজ সংকেত প্রাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে বিএনপির প্রার্থী গতকাল ২২ সেপ্টেম্বর নির্বাচনী এলাকায় পৌঁছালে জনতার ঢল নামে। প্রিয় নেতাকে একনজর দেখতে, তার মুখের কথা শুনতে হাজার বিএনপি নেতাকর্মী কোম্পানীগঞ্জ উপজেলা সদর বসুরহাটে ভীড় জমায়। এসময় পুরো বাজার লোকে লোকারণ্য। যেন এক উৎসবের শহরে পরিনত হয় মফস্বল শহর বসুরহাট।

এসময় খোলা গাড়ীতে গলায় জনতার ভালোবাসার মালার অঞ্জলি নিয়ে বিশাল বহরসহ বাজার প্রদক্ষিণ করেন কোম্পানীগঞ্জের প্রাণপ্রিয় নেতা ফখরুল ইসলাম। এই যেন ২০০১ সালে ব্যারিস্টার মওদুদ আহমেদের কোম্পানীগঞ্জে প্রবেশের দৃশ্যকে স্মরণ করিয়ে দিলো। কোম্পানীগঞ্জে মানুষের এতোটা জনতার উচ্ছাস ব্যারিস্টার মওদুদ আহমেদের পর ফখরুল ইসলামের কপালে জুটলো। জনতার এই বাঁধভাঙ্গা আনন্দ উচ্ছাসের মূল্য কি দিয়ে পরিশোধ করবেন বিএনপি নেতা ফখরুল ইসলাম।

এসময় ফখরুল ইসলাম আনন্দ আবেগে বলেন, গত ১৫ বছরে এ দেশে নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এ নির্বাচনটা শান্তিপূর্ণ হোক, সুশৃঙ্খল হোক। এই নির্বাচন যেন ভোট দখলের নির্বাচন না হয়।’নির্বাচনকে ঘিরে অনেকে বিশৃঙ্খলা করতে চাইবে। আমি আমাদের কোনো নেতাকর্মীদের বলবো কোন রকম বিশৃঙ্খলায় জড়াবেন না। আমি অনুরোধ করবো আমাকে যারা ভালোবাসেন আপনারা উসকানিমূলক কোনো কথা বলবেন না, অন্যদের উসকানিতেও পা দেবেন না। তিনি সুষ্ঠু সুন্দর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন।

গতকাল ২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় জনাব ফখরুল ইসলামের বসুরহাট আগমন উপলক্ষ্যে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীদের শোড়াউনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যারা আজকে কষ্ট করে আমাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে জয় ছিনিয়ে আনা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো।

ফখরুল ইসলাম বিগত সময়ে এলাকায় বিএনপির দুর্দিনের সময় থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলীয় নেতা কর্মীদের সুখে দুঃখে পাশে ছিলেন এবং আছেন। এছাড়াও সংগঠনকে (বিএনপি)শক্তভাবে ধরে রেখেছেন। সংকটকালেও তিনি এলাকায় বিএনপির পক্ষে সক্রিয় ছিলেন।

উল্লেখ্য:নোয়াখালী- ৫ আসনে বিএনপি নেতা ফখরুল ইসলামকে স্বাগত জানিয়ে এই শোডাউনকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা গেছে। রাজনৈতিক মহল বলছেন, এই শোগাউন হতে পারে বিএনপির নেতা কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।

এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনিসুল হক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু,  উপজেলা বিএনপির সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন, গোলাম হায়দার শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, সদস্য সচিব আবুল বাশার, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএইচএম আজিজ আজমীর, আজিজুল হক রাজু, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইন উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মো: সবুজ, চরকাঁকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম ,চরফকিরা ইউনিয়ন বিএনপি নেতা হাজী শাহজাহান, বিএনপি নেতা শিহাব উদ্দিন রিপন, শোডাউনে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top