নোয়াখালী মেইল ডেস্ক ।।
দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) কে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে নির্মমভাবে হামলার ঘটনায় আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, গণমাধ্যমের স্বাধীনতা, বাক-স্বাধীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
শোক ও সমবেদনা:
একইসঙ্গে আমরা সাংবাদিক মরহুম মো. আসাদুজ্জামান তুহিন-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।