বাজারে আগাম শিম, কেজি ৩০০ টাকা

Shim-NM247.gif

নিজস্ব প্রতিবেদক ।।

গত কয়েকদিন ঢাকার হাট-বাজারে, পাড়া মহল্লায় আগাম জাতের শিম উঠতে শুরু করেছে। প্রতিকেজি শিম ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের দাম ভালো পাওয়ায় খুশি দোকানী ও চাষীরা। ১৮ আগস্ট সোমবার সন্ধ্যায় শহরের বনশ্রী আবাসিক এলাকার মেরাদিয়া বাজারে ঘুরে শিমের এ দাম দেখা যায়।

এই আগাম শিমের তরকারী সাদ নিতে অনেকে কিনছেন। অনেকে মনে মনে বকে পাশ কেটে চলে যাচ্ছেন। আমাদের দেশে নতুন সবজি বাজারে এলে এসব সবজির দাম ফলর দমের থেকেও বেশি থাকে। গত বছর নতুন আলু বিক্রি হয়েছে ৪০০ টকা কেজিতে দরে।

শিমের দাম এত বেশি কেন জিজ্ঞেস করায় এক দোকানী জানালেন মৌসমের প্রথম এসেছে বলে। তিনি জানান, কৃষকরা প্রতি বিঘা জমি থেকে এখন প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে শিম উঠছে। কয়েকদিন পরে এ জমি থেকে প্রতিদিন এক থেকে দেড় মণ করে শিম উঠবে। জ্যৈষ্ঠ মাস থেকে আগাম জাতের এ শিম চাষ শুরু করা হয়। ভাদ্র মাসের শুরুতে শিম ধরা শুরু করে।

মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা গনি মিয়া জানান, ‘নতুন এ শিম কিনতে ক্রেতারা বেশ আগ্রহ দেখাচ্ছে। আজ আড়ত থেকে ১৫ কেজি শিম কিনেছিলাম সব বিক্রি হয়ে গেছে।’ সবজি কিনতে আসা লিটন মিয়া বলেন, ‘এ বছর প্রথম বাজারে শিম দেখলাম। তাই আধা কেজি কিনলাম। তবে দাম একটু বেশি মনে হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top